আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে৷ সেকারণেই তার আগের দিন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ চার দিনের সফরে দেখা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকে ঘিরে এবার কড়া বাক্যবাণে তৃণমূল সুপ্রিমোকে বিদ্ধ করলেন বিরোধীরা৷ সুর চড়ালেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
আরও পড়ুন: ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার পথিকৃত মমতা বন্দ্যোপাধ্যায়, জানতেন না প্রিয়াঙ্কা
সুজন চক্রবর্তী বলেন, নীতি আয়োগের বৈঠকের নাম করে দুর্নীতি ধামা চাপা দিতে মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নীতি আয়োগের পরিবর্তে দুর্নীতি আয়োগের বৈঠকে যাবেন। মুখ্যমন্ত্রী আগে কোনও দিন এই বৈঠকে গেছেন কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন তিনি৷ সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লিতে কেন্দ্রের সঙ্গে গোপন শলা-পরামর্শ করতেই মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়: ব্রাত্য বসু
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি টাকা উদ্ধার হওয়ায় চরম অস্বস্তিতে তৃণমূল। কিন্তু এই ইস্যুকে জাতীয় স্তরে পৌঁছে দিতে চায় বিজেপি৷ এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে তোপ দাগছে বিরোধীরা৷
আরও পড়ুন: Mamata Banerjee: মন্ত্রী পরেশের নাম কাটছেন মমতা, আর কারা বাদ? ঘুম উড়েছে অনেকের
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী দিল্লি যান ম্যানেজ করতে। যতবারই সমস্যা হয়, উনি ম্যানেজ করতেই যান। এবারও তাই যাচ্ছেন। নীতি আয়োগের বাহানা করে এখন দিল্লি যেতে হচ্ছে মিটিং করতে।
আরও পড়ুন: Mamata Banerjee: মন্ত্রী পরেশের নাম কাটছেন মমতা, আর কারা বাদ? ঘুম উড়েছে অনেকের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভাইপোকে বাঁচাতে দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যতই চেষ্টা করুন তা হবে না। ভাইপোকে রক্ষা করতে পারবেন না। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ মানেন না। তিনি নেতাজির প্ল্যানিং কমিশনে বিশ্বাসী। তাহলে তিনি কেন হঠাৎ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আসছেন দিল্লিতে? তাঁর নিশ্চয়ই বিশেষ কোনও উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য সাধন করতেই তিনি আসছেন দিল্লিতে