Birbhum: সিবিআই আসছে শুনে ‘পালাল’ কেষ্টদার কাছের লোক করিম, পুর্ত কর্মাধ্যক্ষ কোথায়?

মোবাইল বন্ধ। খোঁজ নেই। সিবিআই এসেছে শুনে মোবাইল বন্ধ করে নিরুদ্দেশ বীরভূম জেলা পুর্ত কর্মাধ্যক্ষ করিম খান। এলাকাবাসী বলছেন ও পালিয়েছে ! করিম খান জেলা…

anubrata mondal

মোবাইল বন্ধ। খোঁজ নেই। সিবিআই এসেছে শুনে মোবাইল বন্ধ করে নিরুদ্দেশ বীরভূম জেলা পুর্ত কর্মাধ্যক্ষ করিম খান। এলাকাবাসী বলছেন ও পালিয়েছে ! করিম খান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের (কেষ্টদা))কাছের লোক।

বুধবার বীরভূমে জোড়া অভিযানে ইডি ও সিবিআই। এসএসসি দুর্নীতির তদন্তে শান্তিনিকেতনে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি ‘অপা’তে ঢুকেছে ইডি। আর গোরু ও পাথর পাচার সংক্রান্ত তদন্তে নানুর, সিউড়িতে ঢুকেছে সিবিআই।

   

নানুরে তৃণমূলের জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় তারা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানের ঘনিষ্ঠ মুখতার শেখের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। বেশ কিছু নথি উদ্ধার করেছে সিবিআই।

এদিকে গোরু পাচার মামলায় সিবিআই জেরার মুখে পড়া অনুব্রত আছেন বোলপুরে। আর তার নাকের ডগায় চলছে ইডি অভিযান। অপা বাগানবাড়িতে কী মিলবে? এই প্রশ্ন উঠছে।

অপা বাগানবাড়ির কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডি তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কারা আসতেন, সে সম্পর্কে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালাতে গিয়ে সন্দেহ হয় ইডির। মাটির ঢিপি দেখেই শাবল দিয়ে খুঁড়তে শুরু করেন ইডি আধিকারিকরা। এতে আরও চাঞ্চল্য ছড়ায়।

SSC দুর্নীতিতে তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সেখানে দুই জনের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সেই সমস্ত কিছু খতিয়ে দেখেই বুধবার শান্তিনিকেতনে তল্লাশি অভিযান শুরু করল ইডি।