Durgapur: দুর্গাপুরে ভিন রাজ্যের নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

দুর্গাপুরে (Durgapur) ভিন রাজ্যের এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ওই মহিলা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের নার্স বলে জানা গিয়েছে। ওই মহিলা…

Attempt to Rape in Durgapur

দুর্গাপুরে (Durgapur) ভিন রাজ্যের এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ওই মহিলা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের নার্স বলে জানা গিয়েছে। ওই মহিলা ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি শহরের বিধাননগরের মিশন হসপিটাল সংলগ্ন এলাকার ঘটেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় মিশন হসপিটাল সংলগ্ন রাঙামাটি পথ রোড দিয়ে বাড়ি ফিরছিলেন ওই হাসপাতালেরই এক মহিলা কর্মী। অভিযোগ সেই সময় এক যুবক মহিলাকে ধরে রাঙামাটি পথ সংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে যায়। মহিলার চিৎকারে এলাকার কয়েকজনের বিষয়টি নজরে আসে এবং মহিলাকে উদ্ধার করে। পাশাপাশি ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে নিয়ে যায় ও পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে তোলা হয়।

ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একদিকে শহরের মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

দুর্গাপুর পূর্বের বিধায়ক, লক্ষণ ঘোড়ুই বলেন, বাংলার মহিলারা সুরক্ষিত নেই। দুর্গাপুরের মহিলারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। দুর্গাপুরের মানুষ লজ্জায় মুখ লুকাচ্ছে। তৃণমূল নেতারা মেলা নিয়ে ব্যস্ত, পুলিশ নিয়ে ব্যস্ত। আসলে প্রদীপের নিচে অন্ধকার। এ লজ্জা বাংলার লজ্জা। বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত।

অন্যদিকে ওই রাঙামাটি রোড সংলগ্ন এলাকায় সম্প্রতি কে বা কারা বেআইনিভাবে বালি মজুদ করে রেখেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এলাকাবাসীদের একাংশের দাবি দাবি, ওই এলাকায় ছোটখাটো বালির পাহাড়ে পরিণত হয়েছে। সন্ধ্যা নামলে ওই বালির আড়ালে চলে নানা আসামাজিক ও অবৈধ কাজকর্ম। ওই বালি মজুদের দরুণ এলাকায় বেড়েছে সমাজবিরোধীদের আনাগোনা, তাই অবিলম্বে ওই বালি সরানোর দাবি জানিয়েছেন তারা।