সরকারি চাকরি দেওয়ার নাম আর্থিক প্রতারণায় নাম জড়াল আরও এক মন্ত্রীর

সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ অমিত সাহা। নিজেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি করতেন ওই ব্যক্তি৷ খাদ্য…

Jyotipriya Mallick

সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ অমিত সাহা। নিজেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি করতেন ওই ব্যক্তি৷ খাদ্য দফতরের এসআই পদে নিয়োগের টোপ দিয়ে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে হাবড়ার তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

অভিযোগ, ২০১৮ সালে খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ ওই সময় অশোকনগরের এক বাসিন্দার কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেন ওই ব্যক্তি৷ যার মধ্যে ২ লক্ষ টাকা চেক বাকি নগদ টাকা নিয়েছিল সে৷ অভিযোগ, বারবার নিজেকে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করত সে৷

job
অভিযোগকারী

নিজের সর্বস্বটুকু দিয়ে তৃণমূক নেতা অমিতকে টাকা দিয়েছিল ওই ব্যক্তি৷ কিন্তু পরে ফল প্রকাশের সময় তিনি জানতে পারেন তিনি বিরাট ফাঁদে পা দিয়েছেন৷ প্রতারিত ব্যক্তির বক্তব্য, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের এসআই পদে চাকরি দেওয়ার জন্য অমিতকে প্রস্তাব দিয়েছিলেন৷ এমনকি অমিত যদি বেশ কিছুজনের চাকরি করে দিলে নিজের জায়গাটাও পাকা করতে পারবেন। এমনটাই জানিয়েছে প্রতারিত পরিবার৷

Advertisements

ওই পরিবারের বক্তব্য, শুধুমাত্র তাঁদের মেয়ে নয়, আরও তিন চার জনের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিল ওই ব্যক্তি। পরে পুলিশের কাছে মুচলেকাও দিয়েছিল। জানিয়েছিল ৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবে। কিন্তু তা না হয়নি। এখন বিপদে পড়েই সবটা বলতে বাধ্য হচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে বিরাট প্রশ্নের মুখে রাজ্য সরকার৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা। এরই মধ্যেই নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর নাম জড়ানোয় অস্বস্তিতে রাজ্যের শাসক দল৷