ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজস্থানের বারমার এলাকায় ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার মিগ 21 বিমান। যার জেরে মৃত্যু হয়েছে দুই পাইলটের।
ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আইএএফ-এর একটি দুই আসন বিশিষ্ট মিগ-২১ প্রশিক্ষক বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এরপর রাত ৯টা ১০ মিনিট নাগাদ বারমেরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুই পাইলটেরই মৃত্যু হয়েছে।
এমনকি বায়ুসেনা পাইলটদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে। সেইসঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ইতিমধ্যেই এ বিষয়ে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভি আর চৌধুরী ইতিমধ্যে গোটা ঘটনার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন।