শুরু হয়ে গিয়েছে প্রিমিয়ার লিগ নেক্সট জেন (next generation cup) টুর্নামেন্ট। ভারতের হয়ে প্রতিযোগিতায় রয়েছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব এবং কেরালা ব্লাস্টার্স। যার মধ্যে লেস্টার সিটির বিরুদ্ধে ৩ গোল করেছে বেঙ্গালুরু।
লেস্টার সিটির ঘরের মাঠে হয়েছিল ম্যাচ। খেলার শুরু হওয়ার প্রথমেই গোল তুলে নিতে পারতো বেঙ্গালুরু। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল সুযোগ। এরপরেই চকিতে আক্রমণে উঠে এসেছিল লেস্টার।
প্রথমার্ধে দাপট দেখিয়েছিল লেস্টার। বেঙ্গালুরুর তরুণ দলের বিরুদ্ধে তুলে এনেছিল একের পর এক আক্রমণ। যার ফলে একটা সময় ভারতীয় ক্লাবটির বিরুদ্ধে স্কোরলাইন হয়ে গিয়েছিল ৬-০। বিরতির আগেই চার গোল করেছিল লেস্টার। দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলানোর ইঙ্গিত দিয়েছিল বেঙ্গালুরু ফুটবল ক্লাব।
বেঙ্গালুরু কোচ তাঁর মগজাস্ত্র ব্যবহার করে পরিকল্পনায় কিছু বদল এনেছিলেন। যার ফলে আরও ধারালো হয়েছিল দলের খেলা। ৬০ মিনিটের পর ম্যাচে ফেরে বেঙ্গালুরু। ৬৭ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন শিবাশক্তি। ৬৮ মিনিটে একটি দর্শনীয় গোল লিংডর পা থেকে। বক্সের বাইরে থেকে ভলি নিয়েছিলেন তিনি। চকিতে বল গিয়ে জড়িয়েছিল লেস্টারের জালে। তিয়াত্তর মিনিটের পর কোনো পক্ষই আর কোনো গোল করতে পারেনি। লেস্টার সিটির পক্ষে ম্যাচ শেষ হয় ৬-৩ গোলে।