শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে জেরা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে দল ও মন্ত্রিসভা থেকে সরানোর পর তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি নিজে যাবেন ধর্নায় বসা চাকরি পার্থীদের কাছে। এর পরেই তোপ দাগলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ওরা পিসিকেই বিশ্বাস করেনি তো ভাইপোকে কী করে বিশ্বাস করবে।
সাংবাদিক বৈঠকে সেলিমের কটাক্ষ, পাঁচশ দিন ধরে এই চাকরি পার্থীরা মেধার ভিত্তিতে নিয়োগের ধর্না করছেন। তাদের সঙ্গে দেখা করে সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিছু হয়নি। পরে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন সেই আশ্বাসেও কাজ হয়নি। সর্বশেষ ঈদের দিন রেড রোডের অনুষ্ঠান থেকে বার্তা দেন সব ঠিক করে দেবেন তাও হয়নি। এখন তাঁর ভাইপো অ়ভিষেক যাবেন ধর্না মঞ্চে। ওরা পিসির মতো ভাইপোকে বিশ্বাস করবে?
সেলিমের দাবি, ধর্মতলার ধর্নামঞ্চে থাকা চাকরি পার্থীরা দেখেছেন তাদের পাশে আছে কোন দল। বুধবার হাজার হাজার মানুষ সেখানে লাল পতাকা নিয়ে যান। চাকরি পার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির পাশে থাকার বার্তা দেয় বামফ্রন্ট।
সেলিমের মন্তব্যের পর ধর্না মঞ্চে চাকরি পার্থীদের সঙ্গে অভিষেকের দেখা করার বিষয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়ল। অভিযোগ আসছে, চাপে পড়ে তৃ়ণমূল কংগ্রেস সরকার চাকরি পার্থীদের যেনতেন প্রকারে ধর্নামঞ্চ থেকে সরাতে মরিয়া। শুক্রবার তিনি ধর্নামঞ্চে গিয়ে কী কথা বলবেন চাকরি পার্থীদের সঙ্গে সেটিও চর্চা হচ্ছে।
মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ধর্নার বয়স ৫০০ দিন পেরিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি স্পষ্ট। আদালতের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যার বেআইনি চাকরি চলে গেছে। শিক্ষা দফতরের বিপুল আর্থিক দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তার বিভিন্ন ডেরায় অভিযানে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, গয়না উদ্ধার হয়েছে। ইডি তদন্ত চলছে রাজ্য জুড়ে। মনে করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে দল ও মন্ত্রীপদ থেকে অপসারিত করে চাকরি প্রার্থীদের মন পেতে ধর্না মঞ্চে অভিষেককে পাঠাতে চান তৃণমূল নেত্রী মমতা।