CPIM: ‘এক হাঁড়ি মিষ্টি খাওয়াব’ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতাকে চ্যালেঞ্জ বিকাশরঞ্জনের

মমতা যদি বামফ্রন্টের দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে তাঁকে এক হাঁড়ি মিষ্টি খাওয়াবেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সমাবেশের পরই চ্যালেঞ্জ চলে…

CPIM: 'এক হাঁড়ি মিষ্টি খাওয়াব' শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতাকে চ্যালেঞ্জ বিকাশরঞ্জনের

মমতা যদি বামফ্রন্টের দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে তাঁকে এক হাঁড়ি মিষ্টি খাওয়াবেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সমাবেশের পরই চ্যালেঞ্জ চলে এলো সিপিআইএমের (CPIM) তরফে।

Advertisements

২১ জুলাই সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যে প্রায় ১৭ হাজার খালি পদ পড়ে রয়েছে তাতে নিয়োগ হচ্ছে না। সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও তোপ দাগতে পিছপা হননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিকাশবাবুদের জন্য নিয়োগ হচ্ছে না।কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশ বাবু! এবার চ্যালেঞ্জ দিলেন খোদ বিকাশরঞ্জন।

   

সিপিআইএম রাজ্যসভার সাংসদ বলেন, আমি আগেও বলেছি। কোনভাবেই চোর জোচ্চরদের চাকরি করতে দেব না। আগামী দিনে সরকার হলে আরও লড়াই করব। যদি পারেন আটকে দেখান। তিনি বলেন, আমি ওনাকে ১৫ দিনের সময় দিচ্ছি পারলে রিপোর্ট পেশ করুন। তাহলে আমি ওনাকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। না পারলে উনি পাগলা গারদে বসবাস করুন।

Advertisements

শিক্ষক নিয়োগ মামলায় জর্জরিত সরকার। প্রতিদিন একের পর এক তৃণমূল নেতাদের নাম জড়াতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবঙ্গ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। চাকরি গেছে মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীর। সঠিক নিয়োগ দাবিতে আন্দোলনরত কয়েক লক্ষ হবু শিক্ষক শিক্ষিকা।

বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সিপিএমের আমলে চাকরি হয়েছিল ? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন সিপিআইএমে রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সওয়ালকারী অন্যতম আইনজীবী