Mission Raftar: মুম্বই-দিল্লির মধ্যে দূরত্ব কমানোর ভাবনা

‘দিল্লি, মুম্বই অব দূর নহি,’ কারণ এবার শীঘ্রই মুম্বই-দিল্লি রুটে আসছে দ্রুততম ট্রেন। মুম্বই-দিল্লির মধ্যে চলা ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা করছে পশ্চিম রেল। এমনটা হলে…

‘দিল্লি, মুম্বই অব দূর নহি,’ কারণ এবার শীঘ্রই মুম্বই-দিল্লি রুটে আসছে দ্রুততম ট্রেন। মুম্বই-দিল্লির মধ্যে চলা ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা করছে পশ্চিম রেল। এমনটা হলে মুম্বই ও দিল্লির মধ্যে ট্রেন চলার সময় হবে ১২ ঘণ্টা। বর্তমানে এই যাত্রায় যাত্রীদের ১৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগে ৷

উল্লেখ্য, পশ্চিম রেল ট্রেনের গতি বাড়ানোর এই পরিকল্পনাকে ‘মিশন রফতার’ নামে অভিহিত করেছে ৷ পাশাপাশি এই প্রকল্পের জন্য ১,২৮১ কোটি টাকার টেন্ডারও অনুমোদন করেছে ৷ মিশন রফতারের আওতায় মুম্বই ও দিল্লির মধ্যে চলাচলকারী ট্রেনের গতি বেগ বাড়িয়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা করা হবে।

মুম্বই-দিল্লি করিডরে ট্রেনের গতি বাড়াতে পরিকাঠামো আরও মজবুত করা হবে। মিশন রফতার শেষ করার সময়সীমা ২০২৪ সালের মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ১,৩৮৪ কিলোমিটার দীর্ঘ এই রুটটি ১৬ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টায় শেষ হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনের গতি বাড়াতে ১৭.৭২ কোটি টাকা খরচ করে রেললাইনের নীচের জায়গা চওড়া করা হবে। এর পিছনে রেলের ইঞ্জিনিয়াররা বলছেন, রেললাইনের নীচে যত বেশি জায়গা চওড়া হয়, যাত্রার সময় তত কম কম্পন অনুভূত হয়। সেই সঙ্গে ব্রিজ, ওভারহেড ওয়্যারিং মজবুত করা হবে এবং সিগন্যাল ব্যবস্থাও মজবুত করা হবে।