নতুন মরসুমের আগে সাতজন ফুটবলারকে তোলা হল প্রথম দলে। শুক্রবার তাঁদের নাম ঘোষণা করা হয়েছে মোহনবাগান (ATK Mohun Bagan ) ক্লাবের পক্ষ থেকে। আগে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামলেও প্রথম দলের সদস্য ছিলনে না।
সামাজিক মাধ্যমে নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এটিকে মোহন বাগান সাতজন ফুটবলারের কথা জানিয়েছে। সুমিত রাঠি, কিয়ান নাসিরি, আর্শ শেখ, রবি রানা, অভিষেক, ফারদিন এবং এংসন-কে প্রথম দলে তোলা হয়েছে। গত মরসুমে উল্লেখিত প্রত্যেক ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে কাজে লাগিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো।
এটিকে মোহন বাগানের তরুণ খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছিলেন কিয়ান নাসিরি। প্রাক্তন তারকা ফুটবলার জামসিদ নাসিরির ছেলে কিয়ান হ্যাটট্রিক করেছিলেন এসসি ইস্টবেঙ্গলের হয়ে। এরপর একাধিক ম্যাচে তাঁকে মাঠে নামিয়েছিলেন বাগানের স্প্যানিশ কোচ। রবি রানা, অভিষেক, এংসনদের-ও মাঠে নামিয়েছিলেন তিনি।
তরুণ তুর্কিদের তালিকায় রয়েছেন এক বঙ্গ সন্তান- ফারদিন আলি মোল্লা। বাংলার হয়ে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে দারুণ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতার শুরুর দিকে গোল না পেলেও পরে বেশ কিছু গোল করেছিলেন। এটিকে মোহন বাগানের হয়ে খুব বেশি সুযোগ না পেলেও হুয়ান তাঁর ওপর আস্থা রেখেছেন। আগামী মরসুমে হয়তো আরও বেশি সময় সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখা যাবে ফারদিনকে।