Darjeeling: ঘুরতে গিয়ে গরমে নাজেহাল বহু পর্যটক

ঘুরতে এসে আশাহত হতে হল পর্যটকদের। কোথায় ঠাণ্ডা আবহাওয়া, এ যে ঘুরতে এসে কালঘাম ছুটে গেল। এমনটাই শোনা গেল একাধিক পর্যটকদের মুখে। একটু ঠাণ্ডার জন্য…

Darjeeling: ঘুরতে গিয়ে গরমে নাজেহাল বহু পর্যটক

ঘুরতে এসে আশাহত হতে হল পর্যটকদের। কোথায় ঠাণ্ডা আবহাওয়া, এ যে ঘুরতে এসে কালঘাম ছুটে গেল। এমনটাই শোনা গেল একাধিক পর্যটকদের মুখে। একটু ঠাণ্ডার জন্য পর্যটকেরা এসে আশ্রয় নিয়েছিলেন দার্জিলিং এ একটু আরামের জন্য। কিন্তু এই শৈল শহরের তাপমাত্রা ওঠানামা করছে২৩ থেকে ২৫ ডিগ্রীর মধ্যে। যার ফলে হতাশ পর্যটকেরা।

তাঁরা জানিয়েছেন, এই সময় দার্জিলিং এর মনোরম আবহওয়া উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু কোথায় কি রিতিমতো ফ্যান চলছে দার্জিলিং এ। মোসুমী বায়ুর অসামঞ্জস্যতার কারনেই এই অবস্থা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হতাশ হোটেল মালিকেরা। ঠাণ্ডা না থাকায় অনেকেই ফিরে যাচ্ছেন। বাতিল হচ্ছে একাধিক বুকিং। রাতের তাপমাত্রা নেমে গেলেও আগের মতো ঠাণ্ডা নেই দার্জিলিং-এ। মে জুন মাসে দার্জিলিং এর তাপমাত্রা থাকে ১২ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রীর মতন আর সেই তাপমাত্রা বর্তমানে প্রায় দশ ডিগ্রী বেশী। এতটাই যে পর্যটকেরা সোয়েটার ছাড়াই চলছেন পাহাড়ে। গোটা পাহাড় জুড়ে একটা অন্যধরনের পরিবেশ তৈরী হয়েছে দার্জিলিং এর এই আবহওয়ার কারণে।

   

পর্যটকেরা বলছেন, ‘দার্জিলিং এ বেড়াতে এসে আমরা সোয়েটার ছেড়ে সাধারন পোশাকে ফ্যানের নীচে বসে আছি। এর চাইতে আর দুর্লভ বিষয় কি হতে পারে। সব মিলিয়ে শৈলশহরে এসে পর্যটকেরা হতাশ একেবারেই হতাশ একথা হলফ করে বলা যেতে পারে।’