CBI জেরায় শিক্ষাসচিব, মমতা সরকারের অন্দরে আতঙ্ক

রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিপুল দুর্নীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। শিক্ষাসচিব মনীষ জৈনর জেরা চলছে সিবিআইয়ের (CBI) নিজাম প্যালেসে। তিনি কী বলবেন, এতেই চিন্তা মমতা…

CBI জেরায় শিক্ষাসচিব, মমতা সরকারের অন্দরে আতঙ্ক

রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিপুল দুর্নীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। শিক্ষাসচিব মনীষ জৈনর জেরা চলছে সিবিআইয়ের (CBI) নিজাম প্যালেসে। তিনি কী বলবেন, এতেই চিন্তা মমতা সরকারের অন্দরে। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা৷

সিবিআই সূত্রে খবর, শিক্ষা সচিবের কাছে জানতে চাওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল। আগেই এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি উপদেষ্টা কমিটি সম্পর্কে অবগত ছিলেন না বলেই জানান।

Advertisements

তদন্তে নেমে বেশ কিছু নথি হাতে পেয়েছে সিবিআই। তাতে রয়েছে মনীশ জৈনের সাক্ষর৷ তাই উপদেষ্টা কমিটি বিষয়ে তথ্য জানতেই তলব করা হয়েছে শিক্ষা সচিবকে। তাঁর কাছে জানতে চাওয়া হবে, মূলত কার নির্দেশে কাজ করত এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটি। কাজের উপর নিয়ন্ত্রণ ছিল কার? এর আগে এসএসসির উপদেষ্টা কমিটির কনভেনর এসপি সিনহাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যান্য সদস্যদের।