ফাঁস হল ক্ষুব্ধ ‘তৃণমূল’-এর অনুপস্থিতির প্রধান কারণ

শিয়ালদহ মেট্রো  (sealdah metro) স্টেশন উদ্বোধন ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এরই মধ্যে ফাঁস হল ক্ষুব্ধ তৃণমূলের অনুপস্থিতির প্রধান কারণ৷ ইতিমধ্যেই মেট্রোর তরফে আমন্ত্রণলিপি…

ফাঁস হল ক্ষুব্ধ 'তৃণমূল'-এর অনুপস্থিতির প্রধান কারণ

শিয়ালদহ মেট্রো  (sealdah metro) স্টেশন উদ্বোধন ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এরই মধ্যে ফাঁস হল ক্ষুব্ধ তৃণমূলের অনুপস্থিতির প্রধান কারণ৷ ইতিমধ্যেই মেট্রোর তরফে আমন্ত্রণলিপি বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে। সেখানে স্পষ্টভাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম ছাড়া রয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালের নাম৷ কিন্তু কোথাও অতিথি হিসাবে লেখা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমের নাম৷ তাই অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে উপস্থিত হচ্ছে না তৃণমূল।

এমনকি মেট্রো রেলের তরফে মেয়র ফিরহাদ হাকিমকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে কোথাও উল্লেখ নেই কলকাতা পুরসভার মেয়রের নাম৷ এমনকি উল্লেখ নেই খামের ওপরেও। মেট্রো রেলের মতো এতবড় অনুষ্ঠানে এধরনের রীতি দেখেই বেজায় চটেছেন তৃণমূলের নেতারা।

গত রবিবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সমস্ত তোড়জোড় শুরু। তখন আমন্ত্রণ লিপি গেল কালীঘাটে। এছাড়াও উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু শাসক দলের প্রতীকে নির্বাচিত কোনও প্রতিনিধি উপস্থিত থাকছেন না।

Advertisements

এমনিতেই শেষ লগ্নে নিমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। আর কিছুক্ষণ পর যখন মেট্রোর উদ্বোধন হবে, তখন পাহাড়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন মন্ত্রী স্মৃতি ইরানি। তার আগে মেট্রো নিয়ে শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে।