সব জল্পনার অবসান। ATK মোহনবাগানের (Atk Mohun Bagan) সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবীকরণ করলেন কার্ল ম্যাকহিউ। গত দুই মরশুমে সবুজ মেরুন শিবিরের নির্ভরযোগ্য মিডিও হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই আইরিশ ফুটবলার। দলের প্রয়োজনে সেন্টার ব্যাক পজিশনেও খেলেছেন। ধারাবাহিকভাবে দলের হয়ে খেলার জন্য কার্লের ওপর ভরসা রেখেছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো।
এপ্রিলের শুরুর দিকেই মনে করা হয়েছিল এটিকে মোহন বাগানের সঙ্গে আগামী দিনেও থাকতে চলেছেন কার্ল ম্যাকহিউ। তবুও ক্লাবের বাইরে সেরকম খবর পাকাপাকিভাবে না আসায় অনেকেই অন্য অংক কষতে শুরু করেছিলেন। ময়দানের একাংশ এ-ও মনে করছিলেন, তাঁকে হয়তো রিলিজই করে দেবে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট।
এটিকে মোহন বাগান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কার্ল ম্যাকহিউ। স্কোর বোর্ডে নিজের নাম কিংবা চোখ ধাঁধানো ফুটবল না খেললেও নিজের দায়িত্ব পালন করে এসেছেন যথাযথ। এবারের শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগেও ছিলেন ধারাবাহিক।
মনে করা হচ্ছে কার্লের ওপর আস্থা রাখছে সবুজ মেরুন শিবির। সামনের মরশুমে তিনি মাঠে নামবেন সবুজ মেরুন জার্সিতে। আয়ারল্যান্ডের বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন একাধিক ম্যাচ। অনূর্ধ্ব ১৭, ১৯ এবং ২১ দলে তিনি খেলেছেন। ক্লাব কেরিয়ারে এটিকে এবং এটিকে মোহন বাগান ছাড়া আগে খেলেছেন রিডিং, ব্র্যাডফোর্ড সিটির সহ একাধিক ক্লাবে।