পঞ্চায়েত ভোটের আগে আর্থিক অনুদান নিয়ে রাজ্যে কৃষতবন্ধু প্রকল্পের খরিফ ২০২২ মরশুমের আর্থিক সহয়তা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ঘোষণার পরই প্রশ্ন, রাজ্য কোষাগারে হাঁড়ির হাল। এই অবস্থায় কৃষকদের সাহায্য বাবদ অর্থের যোগান দিতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই টাকা বিপুল নয়ছয় হতে চলেছে। এলাকাভিত্তিক তৃণমূল নেতাদের কাটমানি রোজগার বাড়বে।
তবে রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, রাজ্যের ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার করে দান রীতিমতো ভোটমুখী প্রকল্প। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এর ফল ঘরে তুলবে শাসকদল। বর্ধমানে মাটি উৎসবে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পৌঁছে গেছে।
মুখ্যমন্ত্রী বলেন, কোনওভাবে কৃষকদের ঠকানো হলে তার জন্য কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও পূর্ব বর্ধমান সফরে তিনি বর্ধমান গোদা এলাকায় হেলিপ্যাড তৈরি হবে বলে জানান৷ কৃষিভিত্তিক পূর্ব বর্ধমান ছেড়ে এবার তিনি শিল্প ও খনি অঞ্চলের জেলা পশ্চিম বর্ধমান সফর করবেন।