Tollyood Gossip: আহির-রঞ্জার প্রেমে মম করছেন টেলিপাড়া। দর্শকদের খারাপ লাগলেও পিলু নয় রিয়েল লাইফে রঞ্জার প্রেমে পরেছে আহির। ধারাবাহিকে পিলুর বিপরীতে অভিনয় করলেও সোশ্যালমিডিয়ায় সবসময় রঞ্জার সঙ্গে রিল করতে দেখা যায় আহিরকে। তা দেখেই দুয়ে দুয়ে চার করেছেন সবাই। যদিও সম্পর্কে বন্ধুত্বের নাম দিয়েই এড়িয়ে গিয়েছেন দু’জনেই।
আহির ওরফে গৌরবের কথায়, ‘ তাঁদের মধ্যে এমন কোনও সম্পর্ক নেই’। তাই অভিনেতার অনুরোধ এমন গুঞ্জন না ছড়ানোই ভাল। এদিকে ইধিকা বলেন,’রিলের জন্য যদি সবাই এমনটা ভেবে থাকেন তাহলে ভুল বুঝছেন। আজ সবাই সবার সঙ্গে রিল করছে। এরসঙ্গে ভালবাসার কোনও সম্পর্ক নেই’।
জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলু। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মেঘা দাঁ। তবে এই মুহূর্তে ধারাবাহিকে নায়িকা পিলু ঠিকিই কিন্তু দর্শকের চোখে বেশি প্রিয় রঞ্জা। কারণ ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। ধারাবাহিকে রঞ্জার চরিত্রটি প্রথমদিকে ভিলেন চরিত্র হলেও বর্তমানে এটি অন্য শেড দেখানো হচ্ছে। একজন সাহসী নারী, যিনি স্বামীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।
প্রসঙ্গত, তবে ‘পিলু’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে প্রায় আঁতকে উঠছে দর্শকের একটি বড় অংশ। প্রোমো অনুযায়ী বড় বিপদ আসতে চলেছে রঞ্জার। স্বামী মল্লারের ষড়যন্ত্রে মৃত্যুর মুখে রঞ্জা। কারণ স্ত্রীকে নিয়ে কফি ডেটে এসেছে মল্লার। কফির কাপে চুমুক দিতেই মল্লার জানায় কফিতে বিষ মেশানো রয়েছে।