দল বদলের বাজারে সাড়া ফেলে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ফরাসি তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়েছে বাগান। চলতি ট্রান্সফার উইন্ডোতে এখনও এটিই সবথেকে আলোচ্য বিষয়।
পুরনো ক্লাবের সঙ্গে চুক্তি থাকার পরেও এটিকে মোহন বাগানে আসতে রাজি হয়েছিলেন ফ্লোরেন্টিন। কারণ, তিনি ভারতীয় ফুটবলকে আরও কাছ থেকে দেখতে চাইছেন। ইতিমধ্যে জনপ্রিয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
এটিকে মোহন বাগানকেই কেন বেছে নিয়েছেন তিনি? উত্তরে বলেছেন, ” নতুন ক্লাবের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। এটিকে মোহন বাগান ঐতিহ্যবাহী ক্লাব, বিপুল জনসমর্থন রয়েছে। এমন একটি ক্লাবে যোগ দিয়ে আমি নিজে গর্বিত। সবুজ মেরুন জার্সি গায়ে তোলা মানে এক দীর্ঘ ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত করা। মোহনবাগানের হয়ে মাঠে নামার জন্য আমি উদগ্রীব।”
“নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য ভারতে এসেছি। নতুন দেশ সম্পর্কে জানার জন্য নিজেকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। নতুন চ্যাম্পিয়নশিপ, নতুন ক্লাব… এই সবকিছু আমাকে এটিকে মোহন বাগানে সই করতে উদ্বুদ্ধ করেছে। সবথেকে বড় কথা, এটি এশিয়ার অন্যতম অগ্রগণ্য ক্লাব। এই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিগতভাবে নিজের জন্যও সম্মানের ব্যাপার”, বলেছেন পল পোগবার দাদা।
তিনি আরও বলেছেন, ” ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে আমাকে আরও বেশি করে জানতে হবে। এর আগে বিশ্ব ফুটবলের কিংবদন্তি নিকোলাস অনেলকা, রবার্ট পিরেসের মুখ থেকে অনেক কিছু শুনেছি। আমার মনে হয়েছে, ফুটবল এখানে মানুষের হৃদয়ে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।”