এখনই সই হয়নি, ভালো দল গঠন পরের কথা। ইন্ডিয়ান সুপার লিগের আগে রয়েছে ডুরান্ড কাপ (Durand Cup)। সেখানেই অগ্নিপরীক্ষা হতে পারে ইস্টবেঙ্গলের (East Bengal)।
ট্রান্সফার উইন্ডো খোলার আগে কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। কয়েকজন ঘরোয়া ফুটবলার সম্মতি জানিয়েছেন এমনটা জানা গিয়েছিল। এছাড়াও নামকরা কয়েকজন ফুটবলার রয়েছেন। ফুটবলার যেমন রয়েছেন তেমনই রয়েছে কিছু প্রশ্ন।
মোবাশির রহমান, ইভান গঞ্জালেসের মতো যাঁরা ক্লাবের অগ্রিম প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন তাঁদের অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত কাগজে সই করার জন্য। অপেক্ষা আরও দীর্ঘায়িত হলে তাঁদের মত বদলায় কি না সেটাও দেখার বিষয়। ইস্টবেঙ্গল যাদের সঙ্গে যোগাযোগ করেছে বা অপেক্ষা করতে বলেছিল তাঁদের কেউ কেউ বিষয়টায় খুশি নন। গোলকিপার শংকরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। তাঁর বাড়ি রয়েছে। সেখানে সংসারের খরচ রয়েছে। তাই আর অপেক্ষা করতে পারেননি তিনি।
আসন্ন মরশুম ডুরান্ড কাপ দিয়ে শুরু হতে চলেছে। মরশুমের প্রথম প্রতিযোগিতায় সব দলই চাইবে নিজেদের একটু দেখে নিতে। অনেকটা গা ঘামানোর মতো। ইস্টবেঙ্গল ক্লাব কেমন দল গড়ল সেটাও দেখতে চাইবে ফুটবল মহল।