দল বদলের মরশুমের বেশিরভাগ সময় নিঃশব্দে ছিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। যদিও কর্তারা নিজেদের কাজ ঠিকই করে গিয়েছেন তলে তলে। যার ফলে ইতিমধ্যে একাধিক ফুটবলার নিশ্চিত হয়েছে এটিকে মোহন বাগান ক্লাবে।
রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রবীর দাসরা ক্লাব ছেড়েছেন। তিরি, সন্দেশ ঝিঙ্গনকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব সম্ভাবনার কথা মাথায় রেখেই স্কোয়াডে খেলোয়াড় সই করিয়েছে এটিকে মোহন বাগান।
হামতে:- গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন। তরুণ এই ফুটবলারকে নিশ্চিত করে দেরি করেনি বাগান। ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে হামতের দল বদলের খবর জানা গিয়েছিল।
আশিষ রাই:- ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এ এফ সি প্রতিযোগিতার কথাও ভাবতে হচ্ছে এটিকে টিম ম্যানেজমেন্টকে। ডিফেন্স লাইনে কিছু সমস্যা বারবার চোখে পড়েছিল। সেটা মেরামত করতে এই সই।
আশিক কুরুনিয়ন:- ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাধর ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি। বয়সে কম হওয়া সত্বেও ইতিমধ্যে জাতীয় দলের হয়ে বহু ম্যাচে মাঠে নেমেছেন। জাত চিনিয়েছেন নিজের।
ব্যান্ডন হামিল:- অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার। ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুই পজিশনেই খেলতে পারেন। বাগান কোচের আশা, খেলা তৈরি করার কাজেও তাঁর অবদান থাকবে।
পোগবা :- ফরাসি তারকা পল পোগবার দাদাকে সই করিয়ে সাড়া ফেলে দিয়েছে এটিকে মোহন বাগান। ইনিও সেন্ট্রাল ডিফেন্ডার। তাঁর আগমণে খুশি হুয়ান ফেরান্দ।