কলকাতার ক্লাব ছেড়ে হায়দরাবাদে যোগদান করল এই ফুটবলার

মহামেডান ছেড়ে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে (Hyderabad FC) যোগদান করলেন মনোজ মহম্মদ। আইলিগ থেকে আইএসএল,এ যেনো এক স্বপ্ন পূরণ, তাই দারুণ আপ্লুত মনোজ৷ Advertisements…

Manoj Mohammed can return to East Bengal

মহামেডান ছেড়ে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে (Hyderabad FC) যোগদান করলেন মনোজ মহম্মদ। আইলিগ থেকে আইএসএল,এ যেনো এক স্বপ্ন পূরণ, তাই দারুণ আপ্লুত মনোজ৷

Advertisements

তিনি বলেছেন, “বরাবর স্বপ্ন দেখেছি আইএসএলে খেলার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি আমি।আইলিগ শেষেই ঠিক করেছিলাম এবার আইএসএলে খেলতে হবে।এমন সময় হায়দ্রাবাদের প্রস্তাব পেয়ে আর বিশেষ চিন্তা ভাবনা করিনি‌।”

Advertisements
   

আইএসএলে সুযোগ করে নেওয়ার পর এখানেই থামতে চাইছেন না মনোজ।তার পরবর্তী টার্গেট ঠিক করে ফেলেছেন। ইস্টবেঙ্গলের এই ইউথ প্রোডাক্টের পরবর্তী লক্ষ‍্য ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা। একদিন দেশের জার্সি গায়ে মাঠে নামবেন, এমনটাই স্বপ্ন দেখেন তিনি।