ATK Mohun Bagan Coach: এটিকে মোহনবাগানে শুরুর সম্ভাবনা কম দলের কোচ ফেরান্দোর

কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) কাঁধে বিরাট দায়িত্ব তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।ক্লাবের যুব দল বাছাই করার…

Coach Juan Ferrando is unlikely to have it at the start of the ATK Mohun Bagan trial

কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) কাঁধে বিরাট দায়িত্ব তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।ক্লাবের যুব দল বাছাই করার দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ২০ শে জুন থেকে শুরু হতে চলেছে এই স্কাউটিং এবং এই স্কাউটিংয়ের দায়িত্ব সামলাবেন সবুজ মেরুন দলের সহকারী কোচ বাস্তব রায় ।

শুরু’তে থাকতে পারবেন না ক্লাবের হেডকোচ। ভারতে আসার এই মুহূর্তে টিকিট পাচ্ছেন না জুয়ান। তাই আরও দিন কয়েক সময় লাগবে তার, সেটা একপ্রকার ধরেই নিয়েছেন তিনি, তবে প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রেখে চলেছেন ক্লাবের সাথে,তার সহকারী’র সাথে। তিনি শুরু’র দিকে না থাকলেও বাস্তব রায়’কে জানিয়েছেন প্রথম দিককার স্কাউটিংয়ের সমস্ত ভিডিও করে রাখতে তা দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি।

   

বার্সেলোনার ভাবাদর্শে বিশ্বাসী ফেরান্দো,একসময় নিজেই এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন।তাই এবার নতুন’দের আগাম দেখে নেওয়ার বিষয়ে বিশেষ উদ‍্যোগী হয়ে উঠেছেন তিনি।তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট তার পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে’ও খেলবে তারা।

কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার ,সুনীল রাঠি, ফারদিন মোল্লা – গত কয়েক বছরে একাধিক যুব প্রতিভা’দের বাংলার ফুটবল’কে উপহার দিয়েছে মোহনবাগান।সকলেই সুযোগ পেয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে।তাই এবার’ও কিছু এমনই প্রতিভা আবিষ্কার করবেন তারা, এমনটাই মনে করা হচ্ছে।

ট্রায়ালের দিনক্ষণ:
২০-২২ জুন – অনুর্দ্ধ-১৮ দল
২৪ – ২৬ জুন – অনুর্দ্ধ-১৫ দল
২৮-৩০ জুন – অনুর্দ্ধ-১৩ দল