Presidential Election: তেমন সাড়া নেই, চুড়ান্ত বৈঠক এড়াচ্ছেন মমতা

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবেন তা নির্ধারিত করতেই ১৫ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত হয়েছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কিন্তু প্রথমবার সেই নাম…

Mamata Banerjee

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবেন তা নির্ধারিত করতেই ১৫ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত হয়েছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কিন্তু প্রথমবার সেই নাম নির্বাচিত হয়নি। মঙ্গলবারের আরও একটি বৈঠক ডেকে চুড়ান্ত নাম ঘোষণা করতে চলেছেন শরদ পাওয়ার৷ তার জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ কিন্তু সেই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী পক্ষের বৈঠক ডেকেছিলেন, সেখানে বৈঠকের কারণ উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু শরদ পাওয়ারের ডাকা বৈঠকের চিঠিতে নেই গত বৈঠকের প্রসঙ্গ। তাতে খুশি নন তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে, প্রথম দিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম ঘোষণা করা হলেও সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন এনসিপি প্রধান। বিকল্প হিসাবে বিরোধীদের পক্ষ থেকে ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাবে আনা হয়েছিল। কিন্তু ফারুক আবদুল্লাহও গতকাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু গোপালকৃষ্ণ গান্ধীর নামে রাজি হবে কতগুলি দল তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এই নিয়ে বিরোধী দলগুলি হেভিওয়েট প্রমাণ করতে গিয়ে নিজেদের মধ্যেই লড়াই শুরু করেছে।

কংগ্রেস সূত্রে খবর, দলের তরফে এবার কারোর নাম প্রস্তাবে আনা হচ্ছে না। তাই নাম ঠিক করার দায়িত্বভার বর্তেছে শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।শিবসেনা প্রকাশ্যেই দুই বিকল্প নিয়ে আগেই প্রশ্ন তুলেছে। তাহলে সমস্ত পক্ষের মতামত নিয়ে কাকে প্রার্থী করা হবে সেই বিরাট প্রশ্নের মুখে খোদ বিরোধী শিবির।