আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বেহালা সংস্কৃতিক সম্মিলনী’র (BSS) কোচের পদে নিযুক্ত করা হলো ভারতের জাতীয় দলের প্রাক্তন গোলকিপার হেমন্ত ডোরাকে।
Advertisements
এই ক্লাবের একটা অদ্ভুত নিয়ম আছে,প্রথা মাফিক পয়লা বৈশাখ নয়,মরসুমের প্রথম অনুশীলনের দিন বার পুজো করা হয়।বেহালার ক্লাব হলেও ময়দানে নয়,বরং হুগলির জনাইতে লিগ প্রস্তুতি সাড়বে এই ক্লাব।
Advertisements
বাইরের ফুটবলার’দের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে।একসময় ফুটবলার জীবনে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন হেমন্ত ডোরা।এবার কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত তিনি।