Hyderabad FC : বেঙ্গালুরুর কাছে পরাজিত হওয়ার পর বিশেষ যুক্তি সিংতোর

গত ২০২২ ফুটবল মরশুমে আইএসএল (Indian Super League) চ্যাম্পিয়ন হয়েছিল নিজামের শহরের ফুটবল ক্লাব হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ফাইনালে তাদের পরাজিত করতে হয়েছিল ভুকোমানোভিচের কেরালা…

গত ২০২২ ফুটবল মরশুমে আইএসএল (Indian Super League) চ্যাম্পিয়ন হয়েছিল নিজামের শহরের ফুটবল ক্লাব হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ফাইনালে তাদের পরাজিত করতে হয়েছিল ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সকে। যা নিঃসন্দেহে মন জয় করেছিল দলের সকল সমর্থকদের। আসলে টুর্নামেন্ট শুরু থেকেই একাধিকবার ফাইনাল খেললেও ট্রফির মুখ দেখা সম্ভব হয়নি তাদের। সে ক্ষেত্রে ফাইনাল ম্যাচে তারা কতটা হিংস্র হয়ে উঠতে পারে তা আন্দাজ করেছিলেন হায়দরাবাদ কোচ। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিক্টরের নেতৃত্বে এসেছিল খেতাব। কিন্তু তারপর থেকেই ক্রমশ ছন্দ হারাতে শুরু করে এই ফুটবল ক্লাব। চলতি মরশুমে দল রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। এবার ম্যাচ হেরে অভিনব মন্তব্য উঠে এলো কোচ থাংবোই সিংতোর তরফ থেকে। 

গত শনিবার কান্তিরাম্ভা স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সেই ম্যাচে লড়াই করেও পয়েন্ট ছিনিয়ে আনতে অসমর্থ থেকেছে হায়দরাবাদ দল। প্রতিপক্ষ দলের ফুটবলার হার্নান্দেজের করা গোলে দল পিছিয়ে পড়লেও রামহলুঞ্চুঙ্গার গোলে সমতায় ফেরে দল। কিন্তু পরবর্তীতে অর্থাৎ ম্যাচের শেষের দিকে হায়দরাবাদ রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে গোল করে যান শিবশক্তি। বলা যায় তার গোলেই জয় নিশ্চিত করেছে বেঙ্গালুরু এফসি। সেইসাথে এবারের সুপার কাপ জয়ী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে তারা উঠে আসে পয়েন্ট তালিকার আট নম্বরে। যা নিয়ে খুশি বেঙ্গালুরু সমর্থকরা। অন্যদিকে, ম্যাচ হেরে নয়া অজুহাত দিলেন হায়দরাবাদ দলের বর্তমান কোচ। 

তিনি বলেন, বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচে আমাদের ছেলেরা নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছিল। কিন্তু বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তা একেবারেই যথেষ্ট ছিলনা। তাই এটি যথেষ্ট হতাশাজনক। তবে ছেলেরা যে পরিশ্রম করেছিল তাতে এই জয় তাদের প্রাপ্য ছিল। তবে এখন পরবর্তী ম্যাচের দিকেই নজর দিতে হবে। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের নয়া দল পাঞ্জাব এফসির মুখোমুখি হতে হবে নিজামের শহরের এই ফুটবল দলকে।