উজান থেকে আসছে বিপুল জল। উজান অর্থাৎ ভারতের অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ থেকে আসা নদ-নদীর জলে ডুবেছে বাংলাদেশের (Bangladesh) উত্তরাঞ্চল। সিলেট, ময়মনসিংহের পরিস্থিতি ব্রহ্মপুত্র ও তিস্তার বন্যায় ভয়াবহ। লক্ষাধিক মানুষ জলবন্দি। বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে নামল সেনা।
সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে চলা মাধ্যমিক ও সমমানের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানিয়ে দিল বাংলাদেশ শিক্ষা মন্ত্রক।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, ভারতের দিক থেকে উজানি ঢাল বেয়ে আসা নদীগুলির জলস্তর বিপদসীমা ছাপিয়ে গেছে।
প্রতি ঘণ্টায় ঘণ্টায় জলস্তরের চেহারা আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে। সিলেটের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। রাস্তাঘাট, দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে গেছে। রংপুর বিভাগের কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের দল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বর্ষার শুরুতেই জলবন্দি মানুষের হাহাকার। উত্তরাঞ্চলের পরিস্থিতি দুর্বিষহ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, হিমালয় ঘেরা ভুটান ও ভারতের অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, মেঘালয়ে শুরু হয়েছে অতিবৃষ্টি। এর ফলে তিস্তা সহ অন্যান্য আন্তর্জাতিক নদ নদীগুলির জলস্তর আরও বাড়বে বাংলাদেশের দিকে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা।