রয় কৃষ্ণা (Roy Krishna) কোন ক্লাবে যোগ দেবেন সেটা এখনও জানা নেই । ভারতের একাধিক ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানা গিয়েছিল। এরই মধ্যে একটি ক্লাবের সমর্থকরা তাকে নিয়ে দ্বিধা বিভক্ত।
প্রথমে মনে করা হয়েছিল রয় কৃষ্ণা যোগ দেবেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। কিন্তু সময় যতো এগিয়েছে সেই সম্ভাবনা ততো কমে গিয়েছে বলে ফুটবল মহলের একাংশের অনুমান। বদলে ইন্ডিয়ান সুপার লিগের অপর এক ক্লাব কেরালা ব্লাস্টার্সের সম্ভাবনা এখন আগের থেকে বেশি বলে শোনা গিয়েছে।
কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা রয় কৃষ্ণাকে নিয়ে দ্বিধা বিভক্ত। ফিজিয়ান তারকার কেরালা যোগের খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। ইয়েলো আর্মির সর্থমকদের একাংশ ফিজিয়ান তারকাকে দলে চাইছেন না।
এই দুই ক্লাব ছাড়াও উঠে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবের নাম। লাল হলুদের সঙ্গে কৃষ্ণার কথাবার্তা খুব বেশি কিছু হয়েছে বলে জানা যায়নি। বরং তারকা স্ট্রাইকারকে বাজিয়ে দেখা হয়েছে বলে অনেকে মনে করছেন।