সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন মিতালী রাজ (Mithali Raj)। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মিতালী রাজের অভিষেক হয়েছিল। টানা ২৩ বছর পর ক্রিকেট ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার সামাজিক মাধ্যমের একটি পোস্টে নিজের অবসর নেওয়ার কথা তিনি জানিয়েছেন। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২৭ মার্চ। বিশ্বকাপের ম্যাচে নেমেছিলেন। মিতালী রাজের অবসর নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।
ক্রিকেট ব্যাট প্যাড তুলে রাখলেও এই খেলার সঙ্গে তিনি উক্ত থাকতে চাইছে। ক্রিকেটার হিসেবে না হলেও অন্য কোনো ভূমিকায়। সোশ্যাল মিডিয়ায় মিতালী বলেছেন, ‘আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি।’