ভালো দলের ব্যাপারে আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল (East Bengal Club) সমর্থকরা। কিন্তু বাস্তবে সেটা কতোটা সম্ভব তা এখনই বলা সম্ভব না। যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গলের স্কোয়াডে জাতীয় দলের খুব বেশি ফুটবলার হয়তো থাকবেন না।
ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে থেকে দল গোছানোর কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যে একাধিক ফুটবলার নিশ্চিত হয়েছেন। চূড়ান্ত হওয়া ফুটবলারদের অনেকেরই বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই।
ইন্ডিয়ান সুপার লিগের বড় বাজেটের দলগুলোতে রয়েছেন ভারতের জাতীয় দলের এক বা একাধিক ফুটবলার। ইস্টবেঙ্গলের স্কোয়াডে জাতীয় দলের খুব বেশি খেলোয়াড়কে হয়তো দেখা যাবে না। কারণ তাঁরা ইতিমধ্যে কোনও না কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ। ভালো মানের ভারতীয়দের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি সেরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো। সেখান থেকে ফুটবলার সই করাতে হলে লাল হলুদ ক্লাবকে দিতে হতে পারে ভালো অংকের ট্রান্সফার মূল্য।
ফুটবল মহলে গুঞ্জন, বিনিয়োগকারীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়া পর দল গঠনের কাজে আরও জোর দেবেন লাল হলুদ কর্তারা। ট্রান্সফার মূল্য দিতেও হয়তো তাঁরা রাজি হবেন। কিন্তু অতিরিক্ত অর্থ খরচ করে ক’জন ফুটবলারকেই-বা নিতে পারবে ক্লাব? এ প্রশ্ন থাকছে।
এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা যে ফুটবলারদের নিশ্চিত করেছেন তাঁদের অনেকেরই রয়েছে ঘরোয়া লিগ খেলার অভিজ্ঞতা। কলকাতা ফুটবল লিগ কিংবা শিল্ডের জন্য হয়তো এই দল উপযোগী হতে পারে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের জন্য আরও মজবুত দল গঠন করতে হবে শতাব্দী প্রাচীন ক্লাবকে।