এবারের ব্যালন ডি’ওঁর পাওয়ার যোগ্য দাবীদার রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফুটবলার করিম বেঞ্জেমা,স্বয়ং মেসি চান বর্ষসেরা ফুটবলারের সন্মান পাক বেঞ্জেমা, আর এই খবর শোনার পর দারুণ আপ্লুত রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার !
সদ্য রিয়াল’কে ১৪ তম চ্যাম্পিয়ান্স লিগ জিততে সাহায্য করেছিলেন বেঞ্জেমা,১২ ম্যাচে ১৭ গোল করেছিলেন তিনি, এছাড়াও এবারের রিয়ালের লা লিগার খেতাব জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।২৭ টা গোল করে পিচিহচি ট্রফি (স্প্যানিশ লিগের সর্বোচ্চ স্কোরার ) নিজের দখলে রেখেছেন।
এদিন নেশনস লিগে ডেনমার্কের কাছে ফ্রান্স হার হজম করার পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেঞ্জেমা।সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছেন মেসি চাইছেন তিনি ব্যালন ডি’ওঁর পাক,সেই খবর পেয়েছেন।
” আমি মেসির বক্তব্য শুনেছি।খুবই আনন্দিত।ওর মতো একজন ফুটবলারের থেকে এমন প্রশংসা শুনতে পেরে খুবই ভালো লাগছে,আরও ভালো কিছু করতে প্রেরণা জোগায়।এটাই হয়তো আমার কেরিয়ারে সেরা মরশুম,তবে আমি আগেও বলেছি,প্রতি বছর নিজের সেরাটা দেওয়ায় অন্যতম লক্ষ্য থাকে আমার।”
সদ্য সমাপ্ত ক্লাব মরশুম’টা দুর্দান্ত কেটেছে বেঞ্জেমা’র।সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪৪ টা গোল করেছেন তিনি ৪৬ ম্যাচে , আছে ১৫ টা অ্যাসিস্ট।