AFC Cup : ‘রিয়াল কাশ্মীর ম্যাচ অনেক কঠিন ছিল’, বাগানকে ধুয়ে দিয়েছেন গোকুলাম কোচ

এএফসি কাপের (AFC Cup)শুরুতে অপ্রত্যাশিত ফলাফল। ৪-২ গোলে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ম্যাচ জেতার পর গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) কোচ…

AFC Cup : 'রিয়াল কাশ্মীর ম্যাচ অনেক কঠিন ছিল', বাগানকে ধুয়ে দিয়েছেন গোকুলাম কোচ

এএফসি কাপের (AFC Cup)শুরুতে অপ্রত্যাশিত ফলাফল। ৪-২ গোলে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ম্যাচ জেতার পর গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত বলেছেন, ‘এটিকে মোহন বাগানের তুলনায় রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ অনেক কঠিন ছিল।’

বুধবার ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এক প্রকার আগুন ঝরিয়েছেন গোকুলাম কেরালার কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত। ‘ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হলফ করে বলতে পারি যে এটিকে মোহন বাগানের তুলনায় আই লিগে অবনমনের সঙ্গে লড়াই করা রিয়াল কাশ্মীর আমাদের বিরুদ্ধে অনেক ভালো খেলেছিল। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এ’টা দেখতে চাই। এটাই সত্যি’, বক্তব্য ভিন্সেঞ্জোর।

‘সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এটা বুঝতে যে ইন্ডিয়ান সুপার লিগ এবং আই লিগের মধ্যে কোনো পার্থক্য নেই। আই লিগ থেকেও ফুটবলার বাছাই করা যায়। ওদের (এটিকে মোহন বাগান) হয়ে জাতীয় দলের আটজন ফুটবলার খেলছেন। তবুও আমরা অনেক উন্নত মানের ফুটবল খেলেছি, ৪-২ গোলে হারিয়েছি।’

Advertisements

গতকালের ম্যাচে এটিকে মোহন বাগান গোল করার মতো একাধিক সুযোগ পেয়েছিল। অনেকাংশে বলের দখল রেখেছিল নিজেদের কাছে। তবুও প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ক্ষেত্রে বাগানকে টেক্কা দিয়েছিল কেরালার দলটি।