অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে গিয়েছে? সমস্যার সমাধান জেনে নিন

অতিরিক্ত ধূমপান (smoking) করা স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয় । ধূমপান ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় । এছাড়া অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁটের রং ও…

Excessive smoking has turned the lips black

short-samachar

অতিরিক্ত ধূমপান (smoking) করা স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয় । ধূমপান ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় । এছাড়া অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁটের রং ও বদলে যায় । স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে লাল ঠোঁট কালো হয়ে যায় । এই কালো ঠোঁট নিয়ে অনেককেই বিপাকে পড়তে হয় । তবে কয়েকটি ঘরোয়া টোটকা ব্যবহার করলেই ফিরে পাওয়া সম্ভব ঠোঁটের স্বাভাবিক রং। তাহলে জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলি সম্পর্কে ।

   

গ্লিসারিন ও পাতিলেবু: ময়েশ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব উপকারী । লেবু স্বাভাবিক স্ক্রাবার । গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন । কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন ।

চিনি ও পাতিলেবুর রস: কালো ঠোঁটের রং ফেরানোর আরো একটি উপায় রয়েছে । এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন । এটি ঠোঁটে লাগিয়ে নিন ।কয়েক মিনিট এভাবে স্ক্রাব করুন । এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন ।

বীটরুট প্যাক: বীট ঘষে তার রস লাগান ঠোঁটে । গোলাপি রঙ ফিরে আসবে । এছাড়া ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট । তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন । ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন । বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে ।