বল ভেবে খেলতে গিয়ে মালদহে বোমা বিস্ফোরণে (Malda blast) পাঁচ শিশুর আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং রাজ্য পুলিশের এডিজি কে জয়রামণকে তলব করল শিশু অধিকার রক্ষা কমিশন। আগামী ২০ মে দিল্লিতে কমিশনের দফতরে সশরীরে হাজিরা দিতে হবে তাঁদের৷
উল্লেখ্য গত ২৪ এপ্রিল মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন গোপালনগর গ্রামে একটি বাগানের মধ্যে বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়। আহতদের পাঁচ জনের নাম বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০), সুবল সাহা(৬) এবং রাইহান সেখ(৪)। দ্রুত তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে দু-জার বোমা উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে এমাজুদ্দিন মিঞা, ইলিয়াস মিঞা, মাসিদুল হক ও জাসমাতকে গ্রেফতার করে পুলিশ। চারজনের বাড়ি গোপালগঞ্জ ফাঁড়ি এলাকায়।
ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শিশুদের চিকিৎসার গাফিলতির অভিযোগ জানানোর পাশাপাশি অভিযোগ জানান জাতীয় শিশু রক্ষা অধিকার কমিশনে। কী করে এত বোমা থাকতে পারে? গোয়েন্দা বিভাগ কী করছিল? শিশুদের নিরাপত্তা কোথায়? এই অভিযোগ তোলে বিজেপি৷ সেই অভিযোগের ভিত্তিতেই মুখ্যসচিব এবং এডিজিকে তলব করেছে কমিশন৷