July 21 event: ২৪-এর ২১শে তৃণমূলের নজরে ২৬

চব্বিশের লোকসভা ভোটে বিপুল জয়। তৃণমূলের নেক্সট টার্গেট ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে একুশে জুলাই (July 21 event)। চব্বিশের মঞ্চকে ব্যবহার করেই ছাব্বিশের প্রস্তুতি শুরু…

MP Sudip Banerjee Announces Only Mamata Banerjee's Poster Will Feature in This Year's 21st July Event

চব্বিশের লোকসভা ভোটে বিপুল জয়। তৃণমূলের নেক্সট টার্গেট ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে একুশে জুলাই (July 21 event)। চব্বিশের মঞ্চকে ব্যবহার করেই ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। ঘাসফুল এখন অপেক্ষায় নেত্রীর দিক নির্দেশের।

২১ জুলাই। তৃণমূলের ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চব্বিশের লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের একুশ যেন আরও গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এবারের একুশের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী দিতে পারেন ছাব্বিশের বার্তা।

   

চব্বিশের লোকসভা ভোটে একুশের পুনরাবৃত্তি। ঘাসফুলের জয়জয়কার। বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ একুশে জুলাই। কোনওরকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যোমে এবার ছাব্বিশের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের একুশের মঞ্চ থেকেই ছাব্বিশের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

ধর্মতলার সমাবেশ থেকেই ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। ছাব্বিশকে সামনে রেখে কীভাবে ঝাঁপাতে হবে সে দিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করে তুলতে হবে। দলকে আরও বেশি করে জনমুখী করতে হবে। নবীন-প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। একুশের মঞ্চ থেকেই স্পষ্ট বুজিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি। লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না। স্থানীয়স্তরে জনসংযোগ আরও বাড়াতে হবে। জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে। সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে। দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে ছাব্বিশের রুট ম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানা অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কী বার্তা দেন সে দিকেও নজর থাকবে সকলের।