চার দশক পর গতবার ঘরোয়া লিগ জিতেছিল মহমেডান (Mohammedan)। কলকাতা লিগ জয়ের পরই সাদাকালো সমর্থকদের দাবী ছিল এবার যেন আইলিগ (I-League) ট্রফিটা ঘরে আসে। সমর্থকদের সেই আশা পূরণ হতে পারে শনিবার। আইলিগের একটা মাত্র ম্যাচ বাকী মহমেডানের। শনিবার ঘরের মাঠে গোকুলাম কেরালার বিরুদ্ধে জিততে পারলেই সাদাকালো সমর্থকদের এই স্বপ্নও পূরণ হয়ে যাবে।
অন্যদিকে ইতিহাস তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে গোকুলাম। মহমেডানের বিরুদ্ধে তারা এই ম্যাচ ড্র করতে পারলেই এবছরও আইলিগ ঘরে তুলবে তারা। গতবছরের পর এবছরও তারা চ্যাম্পিয়ান হলে ইতিহাস তৈরি করবে কেরালার দলটি।
পয়েন্টের দিক থেকে সতের ম্যাচে চল্লিশ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গোকুলাম। সমসংখ্যক ম্যাচ খেলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই কলকাতার মহমেডান। তারা গোকুলামের চেয়ে তিন পয়েন্ট পিছনে। এই ম্যাচে জিতলে হেড-টু- হেডের বিচারে চ্যাম্পিয়ন হবে কলকাতার দলটি। তাই সুবর্ন সুযোগ মহমেডানের কাছে। বিপক্ষের গোকুলাম তাদের নির্ভরযোগ্য বিদেশী মিডফিল্ডার শারিফ মুখাম্মদ ও স্ট্রাইকার জিতিনকে পাচ্ছে না এই ম্যাচে। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ জানিয়েছেন, খেলায় যে কেউ জিততে পারে। তবে এটা ভেবে ভালো লাগছে যে দুটো ভালো দল লড়াই করছে। আমাদের সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই যে সুযোগটা এসেছে সেটাকে পুরোপুরি কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতেই হবে আমাদের।
গোকুলাম কোচ আলবার্তো আন্নেস বেশ বুঝতেই পেরেছেন শনিবারের ম্যাচে তাদের লড়াই শুধু মাঠের মধ্যেও নয়। স্টেডিয়ামে উপস্থিত হাজার চল্লিশেক সাদাকালো সমর্থকদের সমর্থনের বিরুদ্ধেও। তবে এবার আর তীরে এসে তরী ডোবাতে চাইছে না সাদাকালো শিবির। ইতিমধ্যেই মহমেডান কর্তারা শনিবারের গোকুলাম ম্যাচের টিকিট দেদার বিলিয়েছেন। তারা চাইছেন মাঠার বাইরের পূর্ণ সমর্থন নিয়েই যেন লড়াই করতে নামে সাদাকালো ফুটবলাররা।