Pakistan: প্রবল গরমে হিমবাহ গলে চিন-পাকিস্তান সংযোগ বিচ্ছিন্ন

প্রবল গরমে পুড়ছে পাকিস্তান (Pakistan)। মাত্রাতিরিক্ত গরমের কারণে গলতে শুরু করেছে সেদেশের একাধিক হিমবাহ (glaciers)। হিমবাহের মাত্রাতিরিক্ত গলনের ফলে দেখা দিল প্রবল বন্যা। সেই বন্যা…

China-Pakistan connection cut off due to melting glaciers in hot weather

প্রবল গরমে পুড়ছে পাকিস্তান (Pakistan)। মাত্রাতিরিক্ত গরমের কারণে গলতে শুরু করেছে সেদেশের একাধিক হিমবাহ (glaciers)। হিমবাহের মাত্রাতিরিক্ত গলনের ফলে দেখা দিল প্রবল বন্যা। সেই বন্যা ও হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেল আস্ত একটি সেতু।

পাকিস্তানের পরিবেশমন্ত্রী শেরি রহমান ট্যুইটারে সেতু ভেসে যাওয়া একটি ভিডিও পোস্ট করেছেন। মন্ত্রীর ভিডিও থেকে জানা গিয়েছে গিলগিট-বালতিস্তান এলাকার হাসানাবাদ সেতুটি ভেঙে পড়েছে। কারাকোরাম হাইওয়ের উপর এই সেতুটি চিন ও পাকিস্তানের মধ্যে সংযোগ তৈরি করেছে।

   

চিন এই সেতুটি তৈরি করেছিল। মন্ত্রীর ট্যুইট করা ভিডিও থেকে জানা গিয়েছে, শিশপার হিমবাহের গলনের ফলে আশপাশ এলাকায় জলস্তর অস্বাভাবিক বেড়ে গিয়েছে। ফলে আশপাশের একাধিক গ্রাম ভেসে গিয়েছে। প্রায় হাজারেরও বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।

হাসনাবাদ সেতু ভেঙে পড়ার ফলে উত্তর পাকিস্তানের সঙ্গে কারাকোরাম অঞ্চলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই সেতু ভেঙে পড়ার ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

মন্ত্রীর আশ্বাস, শীঘ্রই একটি নতুন সেতু তৈরি করা হবে। সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। সে কারণেই হিমবাহ গলে তা ভেঙে পড়েছে।

হিমবাহ ভেঙে পড়ার ঘটনায় প্রবল জলস্তর বা হড়পা বানের ধাক্কা সামলাতে পারেনি ওই সেতু। একই সঙ্গে পরিবেশবিদরা সতর্কবার্তায় জানিয়েছেন, যেভাবে গরম বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যে পাকিস্তানে আরও কয়েকটি হিমবাহ ভেঙে পড়তে পারে।