আইপিএলে দূরন্ত ফর্মের জন্য কি ভারতীয় টিমে ফিরতে পারেন কার্তিক (Dinesh Karthik) ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীনেশ কার্তিককে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাওয়া যাচ্ছে। দীনেশ কার্তিক এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৪৪ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ১৮৯.১৪। আরসিবি-র জন্য কার্তিক একজন ফিনিশারের ভূমিকা পালন করছেন।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে টি-২০ বিশ্বকাপে। তার জন্য নিশ্চিতভাবে আইপিএলে বিশেষ নজর রাখছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। আইপিএলের মঞ্চে যেমন নজর কাড়ছেন ভারতের একাধিক তরুণ ক্রিকেটাররা, তেমনই পিছিয়ে নেই প্রবীণ ক্রিকেটাররাও।
ফলে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ দ্রাবিড়ের কাছে চলতি বছরের বিশ্বকাপের জন্য ভারতের প্রথম একাদশ বাছাই করাটা বেশ বড় কাজ হতে চলেছে। নতুন প্রতিভাদের তুলে আনা এবং অভিজ্ঞদের সঙ্গে মানিয়ে দল সাজালে আসন্ন বিশ্বকাপে ভারত ভালো পারফর্ম করে দেখাতেই পারে।
চলতি আইপিএলে সব থেকে বেশি করে চোখে পড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীনেশ কার্তিকের পারফরম্যান্স। আর তা দেখে একাধিক প্রাক্তন ক্রিকেটাররাও মুগ্ধ। ভারতের অভিজ্ঞ দীনেশ কার্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এবং স্ট্যাম্পের পিছনে মুগ্ধ করে চলেছেন ক্রিকেটপ্রেমীদের এবং প্রাক্তন ক্রিকেটারদের।
বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরুর সংকীর্ণ জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ১৭ বলে অপরাজিত ২৬ রান করে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক আরও একবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তিন বছর পর কী ফের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে ডিকে’র? সেটাই এখন দেখার।