Friday, February 3, 2023

ATK Mohun Bagan: শিল্ড জেতার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বাগান-কোচ জুয়ান ফেরান্দোর

- Advertisement -

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচ ড্র করার জেরে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানে আছে এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। এর ফলে চলতি মরশুমে লিগ শিল্ড জেতার আশা কার্যত শেষ এটিকে মোহনবাগানের। দলের বর্তমান পরিস্থিতি দেখে চ‍্যাম্পিয়ান হওয়ার আশা ছেড়ে দিয়েছে সকল সবুজ মেরুন ভক্তরা।

একটা প্রকৃত বক্স স্ট্রাইকারের দলে না থাকার অভাব টের পাচ্ছে সকল সবুজ মেরুন ভক্তরা। কিন্তু দলের কোচ বিষয়টি কে এভাবে দেখতে নারাজ। একজন বক্স স্ট্রাইকার দলে নেওয়ার ফলে কোচ জুয়ান ফেরান্দো সমর্থকদের রোষের মুখে পড়েছে ইতিমধ্যে। এমন সময় ফেরান্দো বলেছেন একনম্বর স্থান নিশ্চিত করাটা বিরাট বড়ো কোনও বিষয় নয়।

- Advertisement -

অথচ যদি এইমুহুর্তে আইএসএলের লিগ টেবিলে থাকা প্রথম ছয় দলের পারফরম্যান্স দেখেন, তাহলে একটা বিষয় স্পষ্ট হবে এটিকে মোহনবাগানের এই প্রথম চারে টিকে থাকাটা লীগের প্রথম ছয় দলের কয়েকটি ম‍্যাচ পয়েন্ট হারানোর কারণে।