চলতি সন্তোষ ট্রফি থেকে ফুটবলার বাছাই করার চেষ্টায় ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাবের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলারদের কাঁধে। অন্তত একটি ক্ষেত্রে তাঁরা সফল হবেন না বলেই মনে করা হচ্ছে।
আলভিটো ডি কুনহা, ষষ্ঠী দুলেদের সন্তোষ ট্রফি থেকে খেলোয়াড় বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে। আইএম বিজয়নের পরামর্শও নেওয়া হতে পারে। শোনা গিয়েছিল কেরালার অধিনায়ক জিজো জোসেফের খেলা ভালো লেগেছে দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন ফুটবলারদের।
আরও পড়ুন: East Bengal : আরও এক নামী ডিফেন্ডারকে নিতে পারে ক্লাব
এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে জানা গিয়েছিল যে জোসেফকে দলে নিতে ক্লাব আগ্রহী। যদিও তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতার কথাও উঠে এসেছিল সংবাদ মাধ্যমে।
এপ্রিলের শেষেও জিজো জোসেফ চর্চায় রয়েছেন। কিন্তু নেই ইস্টবেঙ্গল। সদ্য প্রাপ্ত আপডেট অনুযায়ী জোসেফের জন্য লড়াই করতে প্রস্তুত কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়ান এফসি এবং জামশেদপুর এফসি। দক্ষিণ ভারতীয় এক সংবাদ মাধ্যম এই সম্ভাবনার কথা জানিয়েছে। তাদের প্রকাশিত রিপোর্টে নেই ইস্টবেঙ্গলের নাম।