ওয়াগন কারখানায় ব্লাস্ট, এলাকায় পড়ল বড় বড় বোল্ডার

কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গবাসীদের। কিন্তু তার মধ্যেই দেখা গেল দুর্ঘটনার ছবি। শনিবার রাত দেড়টা নাগাদ টিটাগর ওয়াগন বয়লার ব্লাস্ট করে। বড় বড়…

কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গবাসীদের। কিন্তু তার মধ্যেই দেখা গেল দুর্ঘটনার ছবি। শনিবার রাত দেড়টা নাগাদ টিটাগর ওয়াগন বয়লার ব্লাস্ট করে। বড় বড় পাথরের চাঁই ছিটকে আসে এলাকার বাড়িগুলোতে। বড় বড় লোহার টুকরো ছিটকে আসে এলাকার মানুষের বাড়িতে। ফলে আট থেকে দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেকগুলিই ঘরে গিয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে যান এলাকার মানুষ। রাত দেড়টা নাগাদ বিকট আওয়াজ শুনতে পান এলাকার মানুষ।

বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, টিটাগর ওয়াগন শের বয়লার ব্লাস্ট করেছে। বড় বড় বোল্ডারের সঙ্গে ছিটকে আসা আগুন থেকে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। প্রায় ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে বোল্ডার ও আগুন। জানা গিয়েছে এলাকায় প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০ থেকে ৩০০ মিটার দূরে কারখানায় ব্লাস্ট হওয়ার পর বড় বড় বোল্ডার ছুটে এসেছিল এলাকায়। লোহার গ্রিল ছিটকে ঘরে পড়েছে সেই বোল্ডারগুলি। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও আহত হয়েছেন বেশ কয়েকজন।

যখন গোটা এলাকা নিদ্রায় মগ্ন, ঠিক তখনই আচমকাই ছুটে আসে বড় বড় আগুনের গোলা। এতদিন সবাই জানত মহাকাশ থেকে ছুটে আসে সেই আগুনের গোলা। কিন্তু এবার ২০০-১৫০ ফিট দূরে কারখানার থেকে ছুটে এসেছে সেই আগুনের গোলা। আর তাতে যেমন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আহত হয়েছেন বহু মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘুম উড়েছে সকলের।