Barasat: জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণ ইস্তফা বিজেপি নেতাদের

ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালালেও বিজেপিতে (BJP) ক্রমেই বেড়ে চলেছে বিদ্রোহের সুর। এবার বারাসতে (Barasat) অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে রাজ্য সভাপতি…

BJP

ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালালেও বিজেপিতে (BJP) ক্রমেই বেড়ে চলেছে বিদ্রোহের সুর। এবার বারাসতে (Barasat) অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি লিখলেন ১৫ ‘বিদ্রোহী’ বিজেপি নেতা। শুধু তাই নয়, জেলা কমিটির পদ ছাড়লেন ওই ১৫ জন নেতা।

জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুর্নীতিতে জড়িত। এমনকি তলে তলে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত অবধি করেছেন তিনি। এদিকে এই ঘটনা নিয়ে এখনও অবধি জেলা বিজেপি সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বঙ্গে একের পর এক নির্বাচনে হারের মুখ দেখেছে বিজেপি শিবির। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির অন্দরে বিক্ষোভ এতটাই প্রকট হয়ে উঠেছে যে পদ ছাড়তে শুরু করেছেন একের পর এক বিজেপি নেতা। জমে উঠেছে দলবদলের খেলাও। সময় যত এগিয়েছে ততই দ্বন্দ্বে জড়িয়েছেন একাধিক কর্মী-নেতা। সেই আগুনে ঘিরে পড়েছে দিলীপ বনাম সুকান্ত বিরোধের কথা যখন প্রকাশ্যে আসে। কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। অনেকবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও দলের দ্বন্দ্ব যেন থামছেই না।