আচমকাই শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর স্বাদ পেল তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝোড়ো হাওয়ার সঙ্গে কিছুক্ষণের বিপুল বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে একাধিক জায়গা। বিধ্বংসী ঝড়ের দাপটে একাধিক জায়গায় উপচে পরেছে গাছ, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি।
এদিকে তীব্র তাপদাহ থেকেও অনেকটা মুক্তি মিলেছে, নেই ভ্যাপসা গরমও। কলকাতায় ৩৯ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রিতে নেমেছে। প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০-এর নীচেই থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী চার থেকে পাঁচদিন আর তাপপ্রবাহ হবে না বলেই জানায়।
শুক্রবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে এই আগামী ৫ মে অবধি এরকম বৃষ্টি গোটা রাজ্যের সব জেলাতেই হবে। তার সঙ্গে বোনাস হিসেবে ৪০ থেকে ৬০ কিলেমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।