সন্তোষ ট্রফি থেকে ফুটবলার রিক্রুট করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের কাঁধে। শোনা যাচ্ছে পিএন নউফলকে দলে পেতে আগ্রহী লাল হলুদ কর্তারা।
আরও পড়ুন: Santosh Trophy : ফাইনালে বাংলা, ইস্টবেঙ্গলের জন্য রয়েছে একাধিক ইতিবাচক দিক
এবারের সন্তোষ ট্রফিতে গোলের পর গোল করেছে কেরালা। নজর কেড়েছেন একাধিক ফুটবলার। যার মধ্যে পিএন নউফল অন্যতম। বছর একুশের এই ফুটবলারকে দলে নিতে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে খবরে প্রকাশ।
বাংলার বিরুদ্ধে গোল করেছিলেন নউফল। তাঁর খেলা চোখ এড়ায়নি লাল হলুদ প্রাক্তনীদের । আলভিটো ডি কুনহা, ষষ্ঠী দুলেরা চোখ রেখেছেন কেরালায়। সাহায্য নেওয়া হচ্ছে আইএম বিজয়নের।

তবে খুব সহজে কেরালা দলের এই তরুণ মিডফিল্ডারকে পাওয়া যাচ্ছে না বলে মনে করা হচ্ছে। কারণ ইস্টবেঙ্গলের পাশাপাশি হায়দরাবাদ এফসি ম্যানেজমেন্টেরও নজর কেড়েছেন উদীয়মান এই প্রতিভা। দলবদলের বাজারে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি হাসবে এখন সেটাই দেখার।