ফের সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে বাংলা (Bengal)। শুক্রবার মনিপুরকে হেলায় হারিয়েছে রঞ্জন ভট্টাচার্যের দল। খেতাব জয়ের অন্তিম ম্যাচে তারা কেরালার মুখোমুখি হবে।
এদিন প্রথম কোয়ার্টারেই দুই গোলে এগিয়ে গিয়েছিল বাংলা। ম্যাচের প্রথম বাঁশি বাজার দু’মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন সুজিত সিং। প্রথম প্রচেষ্টাতেই গোল পেয়ে যান তিনি। মনিপুরের গোলরক্ষক বলের নাগাল পেয়েও দুর্গের পতন রোধ করতে পারেননি।
দ্বিতীয় গোল মিনিট পাঁচেক পর। গোল করলেন এটিকে মোহন বাগানের ফরোয়ার্ড মহম্মদ ফারদিন আলি মোল্লা। প্রতিপক্ষের ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
আরও পড়ুন: Santosh Trophy : ফের গোল করলেন বাগান ফরোয়ার্ড, সেমিফাইনালে বাংলা
বাংলার আক্রমণের বিরুদ্ধে কার্যত ছন্নছাড়া হয়ে গিয়েছিল মনিপুর। লং বল পদ্ধতিতে খেলতে শুরু করেছিল দুই গোল হজম করার পর। তাতেও সুবিধা করতে পারেনি তারা। অধিকাংশ সময়ে ম্যাচের রাশ ছিল বাংলার কাছেই।
ম্যাচের অন্তিম তথা বাংলার তৃতীয় গোল ৭৪ মিনিটে। বিশ্বমানের একটি গোল। সতীর্থদের উদ্দেশ্যে ক্রস বাড়িয়েছিলেন দিলীপ ওরাওঁ। কিন্তু বল চলে গিয়েছিল একেবারে তেকাঠির কোণ বরাবর। কিচ্ছু করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।
আরও পড়ুন: Santosh Trophy : ইস্টবেঙ্গলের নজরে থাকা এক ফুটবলার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার
চব্বিশ ঘন্টা আগেই এবারের সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে কেরালা। সেমিফাইনালে ৭-৩ গোলে তারা পরাস্ত করেছে কর্ণাটককে। বাংলায় ধারাবাহিকভাবে ভালো খেলছে। দলে রয়েছেন একাধিক গোল স্কোরার। এখন দেখার বঙ্গ সন্তানরা তেত্রিশতম সন্তোষ ট্রফি খেতাব ঘরে তুলতে পারে কি না।