গতবছর টিভির পর্দায় এসেছিল ‘রুদ্রিক-তিথি’ জুটি। যা এক লহমায় কেড়ে নিয়েছিল দর্শকদের মন। কিন্তু টি-আর-পি খাড়ার ঘায়ে বন্ধ হয়ে গিয়েছে ‘বরণ’ ধারাবাহিকটি। কিন্তু শেষ হয়েও যে শেষ হয়। আসলে আজকাল মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ধারাবাহিক। সিরিয়ালের চরিত্রগুলি হয়ে ওঠেছে নিজেদের বাড়ির লোক। সেই মানুষ গুলি যখন হারিয়ে যায় মন খারাপ হয়ে যায় দর্শকদের। তাই যখন আবার সেই মানুষ ফিরে আসে খুশির ঠিকানা থাকে না। এমনই এক খুশির সংবাদ রয়েছে আপনাদের জন্য। আরও একবার ছোটপর্দায় ফিরছেন রুদ্রিক। সঙ্গে নিয়ে নিজের সম্পর্কে অজানা নানা কথা।
রচনার বদলে দিদি নং ১ -এর সঞ্চালিকা এবার মিমি
রুদ্রিক ভক্তদের জানানো যাচ্ছে ‘দিদি নং ওয়ান’-এ আসছেন অভিনেতা। জানা গিয়েছে খুব শীঘ্রই মা কে নিয়ে দি’দি নং ১’-এর মঞ্চেই উপস্থিত হবেন অভিনেতা। সেই মঞ্চে রুদ্রিকের সম্পর্কে নানান অজানা তথ্য ফাঁস করবেন অভিনেতার মা।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস গায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও
গত বছরেই একেবারে নতুন নায়ক, নায়িকা নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল নতুন সিরিয়াল বরণ। এই সিরিয়ালের নায়ক নায়িকা তিথি আর রুদ্রিকের টক ঝাল মিষ্টি প্রেম কাহিনী অল্প দিনেই মন জয় করেছিল দর্শকদের। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই জুটির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। কিন্তু এত সবের পরেও TRP তালিকায় কখনোই আশানুরূপ ফল করতে পারেনি এই ধারাবাহিক।এর জেরেই মাত্র ১১ মাসের মাথায় শেষ করতে হয়েছে বরণ।