France: ম্যাক্রনের দখলেই ফ্রান্স, উদারপন্থীরা ফের গদিতে

ফ্রান্সের(France) প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী ইমানুয়েল ম্যাক্রন। তিনি পরপর দুবার ক্ষমতায় থাকলেও। এই দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্ট হিসেবে মাখোঁ টানা…

ফ্রান্সের(France) প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী ইমানুয়েল ম্যাক্রন। তিনি পরপর দুবার ক্ষমতায় থাকলেও। এই দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্ট হিসেবে মাখোঁ টানা দুবারের মেয়াদে ক্ষমতায় থাকলেন।

প্যারিস থেকে এএফপি জানাচ্ছে, উদারপন্থী প্রেসিডেন্ট ম্যাক্রন পরাজিত করেছেন কট্টর দক্ষিণপন্থী মেরিন লঁ পেনকে। ফ্রান্সের গদিতে থাকল উদারপন্থীরা।

এএফপি জানিয়েছে, ফ্রান্সের মূল ভূখণ্ডে রবিবার শুরু হয় ম্যাক্রন ও পেনের মধ্যে ক্ষমতা দখলের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। ভোটে ম্যাক্রনকেই এগিয়ে রেখেছিল জনমত জরিপ। তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন ম্যাক্রন।

১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রন পান ২৭.৩৫ শতাংশ। অপর দিকে পেনের দখলে ছিল ২৩.৯৭ শতাংশ ভোট।

প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন। নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।

প্রায় ৫০ বছরের মধ্যে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছিল নির্বাচন সংস্থা।