উন্নয়নের টাকা “হজম” করার অভিযোগে গ্রেফতার টি এম সি প্রধান

বিরোধীরা বারংবার রাজ্যের শাসক দলকে দুর্নীতিগ্রস্থ সরকার বলে কটাক্ষ করে আসছে। একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল (TMC) সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে…

উন্নয়নের টাকা "হজম" করার অভিযোগে গ্রেফতার টি এম সি প্রধান

বিরোধীরা বারংবার রাজ্যের শাসক দলকে দুর্নীতিগ্রস্থ সরকার বলে কটাক্ষ করে আসছে। একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল (TMC) সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দলগুলি। এরই মাঝে এবার সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল নেতাকে। ধৃতের নাম শামসুল ইসলাম বলে জানা গিয়েছে। সে নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এহেন ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল।

Advertisements

তাঁর বিরুদ্ধে দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। অভিযোগ, দাউদপুরের তৃণমূল প্রধান সমবায় ব্যাঙ্কে চাকরি করেও প্রধান হিসেবে বছরের পর বছর ধরে ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাত করেছে। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসতেই বিডিও দ্বারস্থ হন স্থানীয় স্থানায়। এরপর বিডিওর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল নন্দীগ্রাম থানার পুলিশ।

Advertisements
   

এদিকে তিন তৃণমূল সদস্য অভিযোগ তুলেছেন, প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধানের অনুগামীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান-ঘনিষ্ঠরা।