I League : ১১ ম্যাচে ১৩ গোল, মহামেডানের মার্কোসের থেকেও বিপজ্জনক

এবারের আই লিগে ( I League)  গোলের বন্যা। বিদেশিদের পা থেকে আসছে একের পর এক গোল। যার মধ্যে সার্বিয়ার এক স্ট্রাইকার রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন…

এবারের আই লিগে ( I League)  গোলের বন্যা। বিদেশিদের পা থেকে আসছে একের পর এক গোল। যার মধ্যে সার্বিয়ার এক স্ট্রাইকার রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ।

এগারো ম্যাচ খেলে তেরো গোল ! গোকুলাম কেরালা এফসির স্ট্রাইকার লুকা ম্যাজসেন দাপিয়ে বেড়াচ্ছেন চলতি আই লিগে। লুকার ক্লাব কেরিয়ার দীর্ঘ। তিনি যে ক্লাবেই খেলেছেন সেখানে গোল করেছেন । বয়স তিরিশ পারলেও বিপক্ষের বক্সের ভিতর তাঁর গোল ক্ষুধা কমেনি এতটুকু।

   

আরও পড়ুন: I League : বাগান থেকে লোনে গিয়ে দারুণ ফুটবল খেলছেন উদীয়মান তারকা

এবারের লিগের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের মার্কোস জোসেফ। তিনিও প্রায় প্রতি ম্যাচেই লক্ষ্যভেদ করেছেন। সম্প্রতি গোল করার নিরিখে তাঁকে ছাপিয়ে গিয়েছেন সার্বিয়ান ফুটবলার।

২০২০-২১ মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়েও গোলের মালা পড়িয়েছেন প্রতিপক্ষের দলগুলোকে। পরিসংখ্যান অনুযায়ী ১৫ ম্যাচে ১১ টি গোল করেছিলেন। তবে এ বছর তাঁর ফর্ম যেন আরও ভয়ঙ্কর। ম্যাচের থেকে গোল সংখ্যা বেশি।