Delhi: তিন মাসের মেয়েকে গলা টিপে খুন করল মা

 ফের এক নৃশংস ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। স্বামীর সঙ্গে তর্কাতর্কি চলাকালীন রাগে দিশাহারা হয়ে তিন মাসের মেয়েকে শ্বাসরোধ করে খুন করলেন তরুণী মা। বৃহস্পতিবার…

 ফের এক নৃশংস ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। স্বামীর সঙ্গে তর্কাতর্কি চলাকালীন রাগে দিশাহারা হয়ে তিন মাসের মেয়েকে শ্বাসরোধ করে খুন করলেন তরুণী মা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির হায়দারপুর এলাকায়। ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন প্রায় নিয়মিতই স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝামেলা লাগত বছর ২৬-এর ওই গৃহবধূর। সেই ঝামেলার কারণেই প্রাণ হারিয়েছে মাত্র তিন মাসের ওই সন্তান।

অভিযুক্ত গৃহবধূর নাম অঞ্জলি দেবী। তাঁর স্বামী সঞ্জিত একটি বেসরকারি সংস্থার কর্মী। বেশ কয়েক বছর ধরেই পরিবারটি উত্তর-পশ্চিম দিল্লির একটি বাড়িতে ভাড়া থাকত। ঘটনার দিন অঞ্জলির সঙ্গে তাঁর স্বামী ও শাশুড়ির প্রবল ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী ও শাশুড়ির সঙ্গে দফায় দফায় ঝগড়া হয় অঞ্জলির। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক আদৌ ভাল ছিল না। ঝগড়ার চলাকালীন রাগে দিশেহারা হয়ে এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে বসে অঞ্জলি। তিন মাসের মেয়ের গলায় দড়ি পেচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে। তবে শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে মেয়েকে মারার খবর উড়িয়ে দিয়েছেন।

   

তিনি বলেছেন, তাঁর নাতনির গলায় একটি সরু হার ছিল। সেই হারে কোনওভাবে প্যাঁচ লেগে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। যদিও যে বাড়িতে তারা ভাড়া থাকত তার মালিক নীরজ কুমার বলেছেন, অঞ্জলি এক বছরেরও বেশি সময় বিহারের দারভাঙ্গায় তার বাপের বাড়িতে ছিল। কিছুদিন আগেই সে শ্বশুর বাড়ি ফেরে। ফেরার পর থেকেই স্বামী ও শাশুড়ির সঙ্গে তার ঝামেলা শুরু হয়। নীরজ আরও জানিয়েছেন, শাশুড়ির সঙ্গে অঞ্জলীর নিয়মিত ঝগড়া হত। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই খারাপ। পারিবারিক এই সমস্যার জন্য অঞ্জলি তার মেয়েকেই দোষী সাব্যস্ত করা শুরু করে। সে কারণেই সম্ভবত সে মেয়েকে এভাবে খুন করেছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ওই শিশুর দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দিয়েছে।