১৯৯৯ সালের বিমান অপহরণে মুক্তিপ্রাপ্ত কুখ্যাত জঙ্গিকে ‘সন্ত্রাসবাদী’র তকমা স্বরাষ্ট্র মন্ত্রকের

ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায় মুক্তি পাওয়া আলুমার-মুজাহিদিনের প্রতিষ্ঠাতা মুশতাখ আহমেদ জারগারকে ‘সন্ত্রাসী’ তকমা দিল…

১৯৯৯ সালের বিমান অপহরণে মুক্তিপ্রাপ্ত কুখ্যাত জঙ্গিকে 'সন্ত্রাসবাদী'র তকমা স্বরাষ্ট্র মন্ত্রকের

ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায় মুক্তি পাওয়া আলুমার-মুজাহিদিনের প্রতিষ্ঠাতা মুশতাখ আহমেদ জারগারকে ‘সন্ত্রাসী’ তকমা দিল ভারত।

কেন্দ্রের তরফ থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, জারগার কেবল ভারতের জন্যই নয়, সারা বিশ্বের জন্য শান্তির জন্য হুমকি। বিশ্বের শান্তি ভঙ্গ করার জন্য সে লাগাতার আল-কায়দা এবং জৈশ-ই-মহম্মদের মতো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে তার যোগাযোগ এবং ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে, যা অবশ্যই চিন্তার বিষয়। সুত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক ১৯৬৭ সালের বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইন অনুযায়ী জারগারকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট উল্লেখ করেছে যে জারগার ‘জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রশিক্ষণের জন্য পাকিস্তানে অবধি গিয়েছিল। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের গণি মহল্লার বাসিন্দা জারগার ওরফে লাট্রাম (৫২) জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদে ইন্ধন জোগাতে পাকিস্তান থেকে অবিরাম অভিযান চালাচ্ছে বলে খবর।

Advertisements

উল্লেখ্য, জারগার ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি-৮১৪-এর জিম্মিদের বিনিময়ে মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসীদের মধ্যে একজন ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণ, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।