Bangladesh: ২১ বছর আগের রক্তাক্ত বাংলা নববর্ষ, ঢাকায় হুজি নাশকতায় বিশ্ব কেঁপেছিল

প্রসেনজিৎ চৌধুরী: অবিভক্ত পাকিস্তান আমল থেকে বাঙালি সংস্কৃতির ধারক হিসেবে বারবার প্রতিবাদে সামিল হয়েছে ‘ছায়ানট’ সংস্থা। পাক সেনার বন্দুকের মুখেও তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পী কলাকুশলীরা…

প্রসেনজিৎ চৌধুরী: অবিভক্ত পাকিস্তান আমল থেকে বাঙালি সংস্কৃতির ধারক হিসেবে বারবার প্রতিবাদে সামিল হয়েছে ‘ছায়ানট’ সংস্থা। পাক সেনার বন্দুকের মুখেও তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পী কলাকুশলীরা সাংস্কৃতিক প্রতিরোধ গড়েছিলেন। সেই রেশ ধরে ‘ছায়ানট’ প্রতিবছর বাংলাদেশে (Bangladesh) বাংলা বর্ষবরণ করে আসে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও বাংলার নিজ ছন্দ়ে-আনন্দে।

ঢাকার বিখ্যাত রমনা উদ্যানের বটবৃক্ষের তলায় (রমনা বটমূল) এই অনুষ্ঠান হয়। গত দুটি বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের জমায়েত করোনা সংক্রমণ কারণে হয়নি। এবার ১৪২৯ বাংলা সালের পহেলা বৈশাখ (পশ্চিমবঙ্গে বলা হয় পয়লা বৈশাখ) উদযাপন করছে ছায়ানট।

ছায়ানট আয়োজিত এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশের ঐতিহ্য। তবে এই ঐতিহ্যকে আঘাত করতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। নাশকতায় রক্তাক্ত হয়েছিল রমনা বটমূল।

২০০১ সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সেই নাশকতায় স্তম্ভিত হয় আন্তর্জাতিক মহল। ভয়াবহ সেই হামলার সময় বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বি টিভি-র সরাসরি সম্প্রচারে ধরা পড়েছিল বিস্ফোরণ মুহূর্ত ও দর্শকদের রক্তাক্ত চেহারা।

রমনা বটমূলে সেই নাশকতায় ১০ জন নিহত ও ২০ জন আহত হন। নাশকতায় জড়িত হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি) জঙ্গি সংগঠন।

নাশকতার সেই ঘটনায় ঢাকার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান সহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়। ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এই রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা ও প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ আট জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশে বিএনপি ও জামাত ইসলামি জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। তাঁর সরকারের আমলে নাশকতার খতিয়ানে রমনা বটমূলে জঙ্গি হামলা বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। সরকারের মন্ত্রী জড়িয়েছিলেন।